পিরোজপুর কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ১৮ বছরের নিচের শিক্ষার্থী কোন শিক্ষাপ্রতিষ্ঠানে মোটরসাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছেন।
৫ মার্চ(মঙ্গলবার) কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার এক বিবৃতিতে, স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানো বন্ধের নির্দেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক নোটিশ মারফত এ নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য বর্তমানে কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বেপরোয়াভাবে মোটর সাইকেল চালাচ্ছে এবং এদের বেশির ভাগই হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। লাইসেন্সবিহীন এ ধরনের মোটরসাইকেল আরোহীদের বিকট শব্দে হর্ন বাজিয়ে যত্রতত্র ঘুরে বেড়াতেও দেখা যায়। এতে করে শব্দ দূষণ সহ উপজেলায় আইন শৃঙ্খলার অবনতি এবং মারাত্মক দূর্ঘটনায় শিশু প্রাণ ঝরে মায়ের কোল খালি হচ্ছে। এই সকল সমস্যার সমাধানে নির্বাহী অফিসার স্বজল মোল্লা সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবকদেরকে, তাদের সন্তানদের মোটরসাইকেল নিয়ে স্কুল কলেজে না যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতেও তিনি নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার ব্যতিক্রমি এ উদ্যোগকে কাউখালী উপজেলাবাসী ও সচেতন মহল সাধুবাদ জানান।