চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বিবিএন) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত ।
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বিবিএন) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।৪ মার্চ (সোমবার) সকাল ১০ টায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামাল পাশা পাভেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সদস্য নজরুল ইসলাম (মাষ্টার), এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়্যের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ করা হয়। পরের ষষ্ঠ থেকে দশম শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে চেয়ার খেলা হাড়িভাঙ্গা ৮০০ মিটার দৌড় সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।পরে খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।