মেহেরপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৪ মার্চ), ঢাকা থেকে মেহেরপুর ফিরে জেলা আহ্বায়ক কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন আহ্বায়ক লায়ন হেলাল উদ্দিন হিলু।এর পূর্বে গত শনিবার ঢাকাস্থ বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ (সিআইপি) ৩১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা কমিটির অনুমোদন দেন।বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর জেলার আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, লায়ন হেলাল উদ্দিন হিলু, যুগ্ম আহ্বায়ক তরুণ আহমেদ, আতাউর রহমান, আরজ আলী ও মহিদুল ইসলাম।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তৌফিক এলাহী, শরিফুল ইসলাম, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, এহসান কবির সবুজ, রাসেল আহমেদ, সিরাজউদ্দোজা পাভেল, রকুনুজ্জামান, আব্বাস আলী, মেরিনা আক্তার, মাজিদ আল মামুন, আলাউদ্দিন মিন্টু, মামুনুর রশিদ, তরিকুল ইসলাম, রাজু হোসেন, জিয়াউল হক, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, সাবিরুল ইসলাম, আশরাফ আলী, বিজয় কুমার, জামাত আলী, রকিবুল হাসান, বানিয়াজ হোসেন, জাহিদুল ইসলাম ও নাজমুল হুদা তৌসিফ।ঢাকাস্থ বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটি হতে মেহেরপুর জেলা কমিটির অনুমোদনের কপি গ্রহণ করেন, জেলা কমিটির আহ্বায়ক লায়ন হেলাল উদ্দিন হিলু। এসময় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২ মার্চ-২০২৪ হতে আগামী ৩ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।