
পাইকগাছায় চলন্ত বাসের ধাক্কায় দিনমজুর মোসাল সরদার (৫৫) নামে এক ভ্যান আরোহী নিহত ও ভ্যান চালক সহ দুইজন আহত হয়েছেন।
নিহত মোসাল উপজেলার লস্কর ইউনিয়নের লক্মীখোলা গ্রামের মৃতঃ মান্দার সরদারের ছেলে ও একই গ্রামের আহত দুইব্যক্তি হলো মোক্তার গাজীর ছেলে ভ্যান চালক লিটন গাজী ( ২৭) এবং মৃতঃ ইন্তাজ গাজীর ছেলে ভ্যানযাত্রী লিয়াকত গাজী ( ৫২)। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের ভাইপো নুরইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছে।থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮ টায় লস্কর ইউপি’র শ্মরনখালীস্থ কৃষি কলেজ সংলগ্ন পাইকগাছা-কয়রার মেইন সড়কে কয়রা থেকে পাইকগাছাগামী চলন্ত বাসের ধাক্কায় উক্ত দুর্ঘটনা ঘটে। ঘাতক বাস জব্দ করা হলেও ড্রাইভার নুরনবী পালাতক রয়েছে।এবিষয়ে অত্র ইউপি’র চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, আলমতলা চৌরাস্তা থেকে শিববাটি ব্রিজ পর্যন্ত রাস্তাটি ফাঁকা হওয়ায় সকল ধরনের যানবাহন দ্রুত গতিতে বেপরোয়াভাবে চালানোর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ কারনে রাস্তাটির মধ্যেবর্তী ২/৩ জায়গায় স্পীড-বেকার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, উল্লেখিত ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ মর্গে পাঠানো হয়েছে।










