বটিয়াঘাটায় বিনাচাষে আলু উৎপাদনের উপর মাঠ দিবস
Spread the love

খুলনার বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামে বিনা চাষে আলু উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠান গতকাল সোমবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক আলু গবেষনা কেন্দ্রের আর্থিক সহযোগীতায় পরিচালিত Potato Production Through Zero Tillage With Straw Mulch প্রকল্পের আওতায় প্রদীপন কর্তৃক বিনাচাষে আলু উৎপাদন কার্যক্রমের অংশ হিসেবে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপনের প্রকল্প সমন্বয়কারী এস. এম. হাসিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, এস. এম. ফরিদ রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আলু গবেষণা গবেষক মোঃ মনোয়ার হোসেন ও এস.এস.এ, বিএআরআই এর কৃষিবিদ স্বপন রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মোঃ রিয়াজ, সাবেক মহিলা মেম্বার লতিকা মন্ডল, কৃষক প্রতিনিধি এসএম ইউনুচ আলী, রুপালী মন্ডল, কমলা মন্ডল বিভূতি রায়, সাগর মন্ডল সহ ১১০ জন কৃষান কৃষানী। এসময় সকলের উপস্থিতে কৃষকের জমি থেকে বিনা চাষে উৎপাদিত আলু উত্তোলন করা হয় এবং হেক্টর প্রতি ৩৪.৭ টন ফলন পাওয়া যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31