অদ্য ৪ মার্চ সোমবার দুপুর ১:০০ ঘটিকায় সময় পিরোজপুর জেলা সদর উপজেলার শারিকতলা ডুমুরীতলা ইউনিয়নের রানিপুর বাজারে বাবু শেখ ওরফে (মদ বাবু) সমর্থক ও নূরনবী ফকির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উক্ত সংঘর্ষে উভয় গ্রুপের ৩টি মোটরসাইকেল ও ১টি মাইক্রোবাস ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া বাবু গ্রুপের মো:ইয়াসিন (১৭)পিতা: রফিকুল ফকির, গ্রাম: ডুমুরীতলা পিরোজপুর গুরুতর আহত হন। পরবর্তীতে আহত ব্যক্তিকে পিরোজপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাবু শেখ পিরোজপুর বিজ্ঞ আদালতে লালন ফকির হত্যা মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে নূরনবী ফকির গ্রুপের লোকজন রানিপুর বাজারে তাদেরকে পথরোধ করেন।পরবর্তীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি পিরোজপুর সদর থানা পুলিশ অবগত হলে, শান্তি শৃঙ্খলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন সহ ব্যবস্থা গ্রহণ করেন।