
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার অন্তর্গত ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নিয়া পাড়া গ্রামের শ্রী কৃষ্ণ কুমার রায় এর জমি জোরপূর্বক দখল করার অভিযোগ ওঠেছে।
এই বিষয়ে সরজমিনে গেলে অত্র এলাকার নুর মোহাম্মদ বলেন জমিতে যারা ধান রোপণ করেছেন তারা এই জমির মালিক নয় রাতে আঁধারে মোঃ জমশেদ ও জাবেদ উভয়ের পিতা: মৃত আব্দুর রাজ্জাক সাং নিয়া পাড়া উপজেলা রানীশংকৈল জেলা ঠাকুরগাঁও।তারা শ্রী কৃষ্ণ কুমার রায়ের প্রায় ৩৫ শতক জমিতে গতকাল রাতে জোর পূর্বক ধান রোপণ করে।এই বিষয়ে জমশেদের কাছে জানতে চাইলে তিনি বলেন এই ধান রোপণকৃত জমি আমার না কিন্তু অন্য দাগে তাজামুলের কাছে কিছু দিন পূর্বে ১৯শতক জমি ক্রয় করি। সেই জমিতে ফসল থাকায় আমি এই জমি দখল করেছি। এই বিষয়ে অভিযোগকারি কৃষ্ণ কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন জেল নং৮২ খতিয়ান:৪০ এই সম্পত্তি আমাদের বাপ দাদার রেকর্ড ভুক্ত সম্পত্তি আমরা দীর্ঘদিন ভোগ দখল করে আসছি কিন্তু আমরা হিন্দু সম্প্রদায় মানুষ হওয়ায় তারা আমাদের জমি জমা জোরপূর্বক দখল করছে এ বিষয়ে আমি রানীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।










