
নওগাঁর মান্দায় শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডাইনিং টেবিলের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে,
তিন ছাত্রকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে , আহতরা হলেন, তানভীর মাহমুদ, সিয়াম হোসেন ও শিমুল হোসেন। এ ঘটনার তানভীর আহমেদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগ সূত্রে জানা যায় মোরাদ হোসেনর নেতৃত্বে রকি,শ্রী কমল, সোহাগ, জিহাদ, অজ্ঞাত আরো ৪-৫ জন। ডাইনিং রুমের সামনের টেবিলে বসার অজুহাত দেখিয়ে তাদেরকে ডেকে নিয়ে, হলরুমে আটকে রেখে তাদেরকে এলো পাতাড়ি মারপিট করে গুরুতর আহত করেন। তাদের ডাক চিৎকারে সহকারী হল সুপার তৌহিদুর রহমান এসে তাদেরকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত মুরাদ হোসেন, মারপিটের কথা স্বীকার করে বলেন, থানা পুলিশের কাছে মোসলেকা দিয়েছি আর কোনদিন মারপিট করবো না। তবে আহত তানভীর হোসেনের দাবি, মুরাদ হোসেন ম্যাছ ম্যানেজার হতে না পেরে ক্ষুব্ধ হয়ে নবনির্বাচিত দের ডেকে নিয়ে মারপিট করেন। এ ব্যাপারে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট এর জুনিয়র ইন্সট্রাক্টর ও সহকারি হল সুপার তৌহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হয়েছে, এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পেয়েছি ব্যবস্থা গ্রহণ করা হবে।










