
"স্বেচ্ছাসেবী "এ যেন নিজের খেয়ে বনের মোষ তাড়ানো এক ঝাঁক তরুণ - যারা দেশের বিভিন্ন স্থানে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সময় চেষ্টা করে -তারই ধারাবাহিকতায় মানবসেবাকে আরো সক্রিয় এবং দেশের সকলের মাঝে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সাহায্যের ঠিকানা ব্লাড ডোনার সোসাইটি এর ঢাকা জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুর-১ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতি হীন ভাবে প্রায় ২শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে।এসময়ে উপস্থিত থাকা সকল তরুণদের সেচ্ছায় রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। উক্ত কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সাহায্যের ঠিকানা ব্লাড ডোনার সোসাইটি এর প্রধান উদ্যোক্তা মোঃ হানিফ ফরাজী এবং প্রধান সমন্বয়কঃ আরফিন চৌধুরী, ঢাকা জেলা সচেতন বিষয়ক সমন্বয়ক সাদিয়া আফরিন ঢাকা, জেলা সদস্য রেহানাসহ অন্যান্য সদস্য বৃন্দ।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার।সাহায্যের ঠিকানা ব্লাড ডোনার সোসাইটি সংগঠনটি বেশ কিছু তরুণ সেচ্ছাসেবীদের নিয়ে পরিচালিত হচ্ছে। এর পূর্বে আরও দুটি রক্তের গ্রুপ নির্নয়ের কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য দেশের সকল প্রান্তে ছড়িয়ে দেয়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম এবং অন্যান্য মানুষের সেবা করা।