পিরোজপুর কাউখালীতে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে,৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস- ২০২৪ পালিত হয়েছে।
২ মার্চ(শনিবার)সকাল ১০ ঘটিকার সময় কাউখালী উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে একটি রেলী শেষে, উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিয়া (মনু), এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহমেদ সুমন,৩নং সদর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সহ কাউখালী উপজেলার সুপার ভাইজার,স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্হিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন- কাউখালী উপজেলা নির্বাচন অফিসার শারমিন আফরোজ। " সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্যে সকল নুতন ভোটারদের সঠিক তথ্য প্রদানে সহযোগিতা ও নিশ্চিত হতে অনুরোধ করেছেন। যাতে করে ভবিষ্যতে ভুক্তভোগী ও হয়রানির শিকার হতে না হয়।