পিরোজপুর ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত গ্রামীন অবকাঠামো উন্নয়নের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর -২ সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ। ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার) ভান্ডারিয়া উপজেলা সভাকক্ষে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বক্তব্যে শেষে মহিউদ্দিন মহারাজ উপস্থিত ক্যান্সার, কিডনি,লিভার,সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত কতিপয় রোগীদের মাঝে এককালীন জন প্রতি ৫০,০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম,স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুইদুল ইসলাম মুহিদ, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন ও কাউখালী ৩ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।