
মেহেরপুরে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি নাসিম খান,সাধারণ সম্পাদক নান্নু
মোঃ নাসিম খানকে সভাপতি ও মিনহাজুল আবেদীন নান্নুকে সাধারণ সম্পাদক করে ৫১ জন সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ) রাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে এ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম রাজিব।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খোকন।
কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ননী গোপাল সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র নুরুল আশরাফ রাজিব,কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রন্টু, জেলা যুগ্ম-আহবায়ক ইফতেখার হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। কমিটির অন্য সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি রেজা মোল্লা,সহ-সভাপতি জিল্লুর রহমান, আকমান হোসেন টুটুল, রাকিবুল, আবু আব্দুল্লাহ, ইব্রাহিম হোসেন, বাধল শেখ। যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান সাবু, শাহজাহান, মনিরুল ইসলাম, রাশেদুজ্জামান পলাশ। সাংগঠনিক সম্পাদক তৌফিদুল ইসলাম বাঁধন, সজল হালদার, ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী।
উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদ দপ্তর সম্পাদক মিলন, উপ-দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম। অর্থ বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ। মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু আবিদ টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নাসিম হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুস্তম আলী। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাইখুল ইসলাম শশী, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার সুমি, ত্রান ও দুর্যোগ সম্পাদক বুলবুল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক সুজন, আইন বিষয়ক সম্পাদক আজিজুর রহমান তন্ময়, শিক্ষা গবেষণা সম্পাদক হৃদয় এবং সদস্য ওমর ফারুক, শাহ জামাল, হোসাইন, রবিউল ইসলাম, মোনায়েম, রিপন মিয়া, রাজু আহমেদ, সুমন, জহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, পারভেজ আলী, শুভ, আরিফ, সোহাগ, হাসিবুল ইসলাম, জুয়েল রানা, রাকিকুল ইসলাম, কামরুজ্জামান পলাশ, আব্দুল্লাহিল সাদমান, আকাশ আলী ও ফরহাদ হোসেন।










