
নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে আত্রাই নদীর ভাটি অংশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শুষ্ক মৌসুমের নদীর দুই পাড়ে আলু, ভুট্টা, গম সহ নানা আবাদ ফসল করে জীবিকা নির্বাহ করেন নদীপাড়ের দরিদ্র চাষিরা। এমন অন্তত ৫০ বিঘা জমি কেটে নিয়ে যাচ্ছে এলাকার চিহ্নিত কিছু মাটির ব্যবসায়ী।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আয়েদ আলী, নবির উদ্দিন পরামানিক, নুরুল ইসলাম পরামানিক, আনোয়ারা বিবি, হারুন অর রশিদ হিরা সহ এলাকার জনপ্রতিনিধিদের অভিযোগ অবৈধভাবে মাটি উত্তোলনে বন্ধে মানববন্ধন সহ কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত অভিযোগ দিলেও প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, খুদিয়াডাঙ্গা শ্মশানঘাটি স্লূইচগেট সংলগ এলাকা থেকে স্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি কাটছে বাবু নামে এক মাটির ব্যবসায়ী। এছাড়াও বায়বুল্লা এলাকায় নদীর বেড়িবাঁধ সংলগ্ন পাহাড়ি কেটে স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করছে প্রভাবশালী অবৈধ মাটি ব্যবসায়ী আরিফুল ইসলাম। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি এবং হুমকির মুখে পড়ছে গ্রাম রক্ষার বেড়িবাঁধ, এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের হাজারো মানুষ। কেউ প্রতিবাদ করলেই মামলা হামলা ও ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এ যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে অবৈধ মাটি ব্যবসায়ী আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রাক মার্কার ভোট করেছি অনেক টাকা খরচ করেছি এলাকায় সভা সমাবেশ যা কিছু হয় সবই আমাকে করতে হয়। আমরা যদি একটু ব্যবসা করে না খায় তাহলে কিভাবে চলবো। তবে সচেতন মহলের দাবি দ্রুত অবৈধ মাটির উওলন বন্ধ করে কৃষি জমি ও স্থানীয়দের বসতভিটা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেবে প্রশাসন এটাই প্রত্যাশা করেন তারা। অপরদিকে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার জাকির মুন্সী।










