
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম পরিক্ষা মূলক ভাবে ২২ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন ফলন ও বেশ ভালো হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এর বীজ সরবরাহ করা হয়েছে এবং এই ফুল চাষে উদ্বুদ্ধ করা হয়েছে বলা জানান আবুল কাশেম । প্রতিদিন দূরদূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসছেন আবুল কাশেমের সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে এবং এলাকার কৃষকের মাঝেও বেশ আগ্রহ জন্মেছে তারা আগামীতে সূর্যমুখী ফুল চাষে আগ্রহ দেখাচ্ছেন। আপনিও যদি আবুল কাশেমের এই সূর্যমখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তবে যেভাবে যাবেন সেখানে , শাহজাদপুর পৌর শহরের পূর্বপাড়ে করতোয়া সেতু পার হয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন এর নগরডালা বাজার, সেখান থেকে অটোভ্যানে রতনকান্দী বাজার হয়ে আপনাকে যেতে হবে রূপবাটি ইউনিয়নের চর আন্ধারমানিক নামক গ্রামে সেখানে বাঁধের দক্ষিণ পাশে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম এর বাড়ির পাশে আবাদি জমিতে সোভাপাচ্ছে সূর্যমুখী ফুল, ফুলগুলো দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে আর নানা প্রকার পাখির গাছের ডালে বসে কিচির মিচির শব্দে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে সেখানে।










