
ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ের পর বোলিংয়েও ভুগেছে সাকিবের রংপুর রাইডার্স। ১ মার্চের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আরেকবার পেরে ওঠেননি সাকিবরা।
১৫০ রানের পুজি ৬ উইকেট জমা রেখেই পেরিয়ে গেছে তামিম ইকবালের দল। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী ১ মার্চ ফাইনালে মুখোমুখি হবে দুই দল।বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং— সব বিভাগেই হেরে বসেছে রংপুর৷জিতলেই ফাইনাল এমন সমীকরণে টস হেরে প্রথমে জমা করে ১৫০ রান। তাও শামিমের শেষের ঝড়ের বদৌলতে।তবে দেড়শ রানের পুঁজি যথেষ্ট হয়নি রাইডার্সদের। দশম আসরে চতুর্থবারের মতো শিরোপার মঞ্চ নিশ্চিত করে ফরচুন বরিশাল।
ভিউ: ২৬৯










