
আলমডাঙ্গা ফাউন্ডেশন এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রভাষা সুরক্ষায় করণীয় শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীন ভাবে মাতৃভাষা বাংলায় কথা বলতে পারা ৬ যুগ পূর্ণ হলো। বাংলাকে মাতৃভাষা হিসেবে পাওয়া ৭২ বছর পেরুলেও দিন দিন অতি আধুনিকতার ফলে বিদেশি ভাষার মিশ্রণ ঘটে বর্তমানে বাংলা ভাষার বেহাল দষা। আর তাই রাষ্ট্রভাষা বাংলাকে সুরক্ষায় বর্তমান প্রজন্মদের করণীয় নিয়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, ভাষাবিদ, চিকিৎসক , কবি, লেখক, সাহিত্যিক ও সর্বসাধারণ দের নিয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং বুধবার সন্ধায় আলমডাঙ্গা বণিক সমিতির মিলনায়তনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক ও আলমডাঙ্গা ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক শাহিন শাহিদ এর সঞ্চালনায়, আলমডাঙ্গা ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ শাফায়েতুল ইসলাম হিরোর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলা ভাষা সুরক্ষায় আমাদের করণীয় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন, দর্শনা সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ , ড. মুহা. আব্দুস শহীদ। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক সহযোগী অধ্যাপক ও ব্যাতিক্রম শিল্পি গোষ্ঠি ইবির প্রতিষ্ঠাতা সাইফুল আরেফিন লেলিন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগিয় প্রধান (ইংরেজী) খন্দকার রোকনুজ্জামান। হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহাকারী অধ্যাপক কবি আসিফ জাহান ছাড়াও বিভিন্ন শিক্ষাবিদ। এই মুক্ত আলোচনা সভায় বক্তারা বিশাদভাবে রাষ্ট্রভাষা সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক মুক্ত আলোচনা করেন। বক্তারা দাবি করেন, আমরা মুখে বাংলা ভাষায় কথা বললেও রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষাকে বেশ অবজ্ঞা করা হয়, ইংরেজী না জানলে অনেক দপ্তরেই এখনো চাকুরি হয় না। এইজন্য বক্তারা এই আলোচনা সভার মাধ্যমে উর্ধ্বতন কতৃপক্ষকে ও বাংলা একাডেমিকে এ ব্যাপারে দ্বায়িত্বশীল হওয়ার জন্য উদাত্ত আহ্বান করেন।










