
সোমবার ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চর চৌহাট গ্রামে মৃত: হাবিবুর রহমানের বাড়ি থেকে দিন দুপুরে গরু চুরির ঘটনা ঘটেছে ,
ভুক্তভোগী মৃত: হাবিবুর রহমানের স্ত্রী জানান ব্যক্তিগত কাজে আমি বাড়ির পাশে জমি দেখে ঘন্টাখানেক পর বাড়িতে এসে গরু গুলোকে খর দিতে গেলে এসে দেখে কালো রঙের বকন বাছুরটি নেই,তিনি মনে করেন হয়তোবা গরুটি রশি ছিড়ে কোথাও যেতে পারে তিনি আশেপাশে খুজাখুঁজি করলে কোন সন্ধান না পেয়ে, তার মনে সন্দেহের সৃষ্টি হয় পরে পাশের বাড়ির লোকজনদের খবর দিলে তারা এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি,ভুক্তভোগী দাবি গত ছয় মাস আগে আমার স্বামী মারা যান এবং আমার বড় ছেলে প্রবাসে থাকেন সেই সুযোগ নিয়ে কে বা কারা আমার এত বড় ক্ষতি করছে,এলাকাবাসীর দাবি হয়তো কেউ শত্রুতা করে দিন দুপুরে তার এমন ক্ষতি করেছে, নয়তো জীবনেও আমরা শুনিনি দিন দুপুরে কারো গরু চুরি হয় এমন ঘটনা আসলে দুঃখজনক, এ বিষয়ে স্থানীয় মেম্বার ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন গরু চুরির বিষয়টি আমি শুনেছি অতি শীঘ্রই আমরা বিষয়টি নিয়ে একটা আলোচনা করে রাতে আমাদের গ্রাম পুলিশ দিয়ে টহল দেয়ার ব্যবস্থা করব, এবং তিনি বলেন সামনে রোজার ঈদ কে কেন্দ্র করে কিছু অসাধু লোক এমন কাজ করে বেড়াচ্ছে, সবাইকে সচেতন থাকার জন্য তিনি অনুরোধ জানান।










