পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালিত হয়েছে।
অদ্য - ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ ঘটিকার সময় উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বর,সচিবৃন্দের উপস্থিতিতে একটি রেলির আয়োজন করা হয়। অতঃপর উপজেলা সভা পক্ষে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
" স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত হবে সেবার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে-বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, উপজেলা কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, ৩ নং সদর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।
বক্তব্যে বাংলাদেশ সরকার সড়ক,সেতু,ড্রেন, পাবলিক টয়লেট, পানীয় ব্যবস্থা,সোলার,সেচ ব্যবস্থা,বিদ্যুৎ উৎপাদন, অনাবাদি আমার বাড়ি আমার খামার প্রকল্প, পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ প্রদান সহ গ্রামের উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করতে একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের দায়িত্ব পালন করবে স্থানীয় সরকার। তাই সকল স্থানীয় প্রতিনিধির সহযোগিতায় আগামীতে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে পাশে থাকার আহ্বান জানান।