বরিশালের হিজলা উপজেলার, মেঘনা নদীতে অবৈধ মাটিভর্তি ৩ টি বলগেট আটক করে স্থানীয়রা, সোমবার বেলা ১২ টার সময় উপজেলা বড়জালিয়া বোম্বাই শহর নামক স্থানে, মেঘনা নদীতে অবৈধ মাটিভর্তি বলগেট তিনটি স্থানীয়রা আটক করে ।
আটককৃত বলগেট হলো মের্সাস পাগলা নাজিম উদ্দিন নেভিগেশন, এমভি রুমানী এবং এমভি রহমান, পরে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদিপ্ত কুমার সিংহের নিকট হস্তান্তর করা হয়। জানা যায় প্রতিনিয়ত হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসাধু মাটি, বালু, পাচারকারীরা নদীর পাড়ের মাটি ও বালু কেটে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে, গত কয়েকদিন যাবৎ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদীপ্ত কুমার সিংহ জটিকা অভিযান পরিচালনা করেন, তাতে অবৈধ মাটি ও বালু পাচারকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।আটককৃত বালগেটের সুকানী জাহিদ হোসেন জানান, আমরা পিরোজপুরের নাজিরপুর থেকে চাদপুরের উদ্দেশ মাটি নিয়ে যাচ্ছিলাম, পরে এখানে আসার পথে আমাদেরকে স্থানীয়রা আটক করে প্রশাসনের নিকট হস্তিন্তর করে ।
হিজলা থানার এসআই ইয়াদুল জানান, অবৈধ মাটিবাহী বলগেড আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই, বিষয়টি নির্বাহী কর্মকর্তা সুদিপ্ত কুমার সিংহ স্যারকে অবহিত করেছি।
মাটিভর্তি আটক বলগেটের বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুদীপ্ত কুমার সিংহ জানান, তদন্ত সাপেক্ষ প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।