বাঁশখালী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ০১জন
Spread the love

বাঁশখালী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ০১টি দেশীয় তৈরি এলজি, ০৫(পাঁচ) রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ০১জন।

আমি পুলিশ পরিদর্শক (নি:) তোফায়েল আহমেদ, অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা, চট্টগ্রাম আপনারদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২১/০২/২০২৪ইং তারিখ গুপ্তচরের মাধ্যমে ০১টি ভিডিও ফুটেজে প্রাপ্ত হয়ে এসআই(নি:) হাফিজের রহমানকে পর্যালোচনা করে অস্ত্রধারী সন্ত্রাসীকে সনাক্ত করার জন্য নির্দেশ প্রদান করি। এসআই(নি:) হাফিজের রহমান ভিডিও ফুটেজটি পর্যালোচনা করিয়া দেখিতে পান যে, ০১জন অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্র হাতে নিয়ে পরিষ্কার করিতেছে। উক্ত ভিডিও ফুটেজটি সে তাহার বিশ্বস্থ গুপ্তচরের মাধ্যমে আসামীকে সনাক্ত করেন। সনাক্তকালে দেখা যায় যে, তাহার বাড়ী পুঁইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড পন্ডিতকাটা, আব্দুল জব্বারের বাড়ীর মৃত এনায়েত আলীর পুত্র আব্দুল খালেক। পরবর্তীতে থানায় কর্মরত এএসআই(নি:) মানিক চন্দ্র দেব নাথের মাধ্যমে মোবাইল ফোনে মো: আব্দুল খালেককে থানায় ডেকে আনে এবং এসআই(নি:) হাফিজের রহমান সঙ্গীয় অফিসারসহ আগ্নেয়াস্ত্রের বিষয়ে তাহাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে একেক সময় একেক কথা বলিলেও একপর্যায়ে তাহাকে ভিডিও ফুটেজটি দেখালে সে স্বীকার করেন। এসআই(নি:) হাফিজের রহমান বিষয়টি আমাকে অবহিত করিলে আমার নির্দেশে গত ২১/০২/২০২৪খ্রি: তারিখ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামীকে সঙ্গে নিয়ে বাঁশখালী থানাধীন ১১নং পুঁইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পন্ডিতকাটা আব্দুল জব্বারের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করে। তথায় উপস্থিত হইলে আশে পাশের লোকজন ও উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামীর বসত ঘরের মাঝখানের রুমের পশ্চিম পাশে কাপড়ের আলনার পিছনে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ০১টি সাদা শপিং ব্যাগের ভিতর হইতে আসামী নিজ হাতে দেওয়া মতে ০১টি দেশীয় তৈরি এলজি, হাতলের অংশ কালো কসটেপ দ্বারা মোড়ানো, যাহা কাঠের বাটসহ লম্বা ১২ইঞ্চি, যাহাতে টিগার সংযুক্ত এবং ০৫(পাঁচ) রাউন্ড কার্তুজ বাহির করিয়া দিলে উদ্ধারকপূ্র্বক ২২/০২/২০২৪ইং ০০:০৫ ঘটিকার সময় জব্দ করে। ধৃত আসামী উক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ দীর্ঘদিন ধরে তাহার নিকট রাখিয়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষের মধ্যে ভীত সঞ্চার করিয়া আসিতেছিল। তাহার গ্রেফতারের কথা শুনিয়া এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উক্ত ঘটনায় বাঁশখালী থানার মামলা নং-২৩, ধারা-The Arms Act: 1878 এর 19A রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31