
গ্রেফতারকৃত আসামিরা এলাকার একটি কুখ্যাত কিশোর গ্যাং গ্রুপের সদস্য। উক্ত গ্যাং এর সদস্যরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ শোডাউন দিত।
২৬/০২/২০২৪ তারিখ দিবাগত রাতে মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র্যাব এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করার সময় গভীর রাতে শিবতলা মোড় বেলতলা মসজিদ সংলগ্ন এলাকায় উক্ত গ্যাং এর সদস্যদের মাদক সেবনের সরঞ্জামাদিসহ মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। র্যাব এর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং গ্রæপের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। ২৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন শিবতলা মোড় বেলতলা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর ০৪ জন সক্রিয় সদস্য যথাক্রমে ১। মোঃ পাভেল আলী (২৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা- মোছাঃ রুবি বেগম,২। মোঃ হামিম ওরফে সালমান (২৯), পিতা- মোঃ খায়রুল ইসলাম, মাতা-মোছাঃ নার্গিস, উভয় সাং- পিটিআই বস্তি, ৩। মোঃ সেলিম (২৭), পিতা- মৃত আয়নাল হক, মাতা- লতিফা বেগম, সাং- মসজিদ পাড়া, ৪। শ্রী কার্তিক কর্মকার(৩০), পিতা- মৃত অনিল কর্মকার, মাতা-অঞ্জনা কর্মকার, সাং- শিবতলা মালোপাড়া, সর্বথানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ’দেরকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।










