পিরোজপুর জেলায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ভার্চুয়াল উদ্বোধন করেন মন্ত্রী আনিসুল হক।
অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ (রবিবার) পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে, নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি ভবনের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মাননীয় সচিব মোঃ গোলাম সারোয়ারের (ভার্চুয়ালি) সভাপতিত্বে এ সময় পিরোজপুর প্রান্ত থেকে উপস্থিত ছিলেন, পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম, পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ,ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুক্তাগীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান,পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম(পিপিএম সেবা) স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও নেতা কর্মীবৃন্দ।