নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গভীর নলকূপের আওতাই প্রায় শতাধিক বিঘা জমিতে পানি সেচ না দেওয়ায় ইরি বুরো ধানের চারা রোপন করতে পারছেন না কৃষকরা ।
এমন অভিযোগ এনে অপারেটর বদিউজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। মানববন্ধনে কৃষকরা বলেন, অপারেটর বদিউজ্জামান গত মৌসুমে দুই হাজার থেকে ২২ শত টাকা করে আদায় করেছেন কিন্তু পানি সঠিকভাবে না দেওয়াই আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এবছর কৃষকদের মধ্য থেকে দশ সদস্যের কমিটি গঠন করে গভীর নলকূপ পরিচালনা করা হবে। যাতে সহজেই কৃষক কম খরচে পানির সেচ দিয়ে সুষ্ঠুভাবে আবাদ করতে পারে। কিন্তু অপারেটর বদিউজ্জামান কে বারবার পানি সেচ দেওয়ার কথা বলা হলো তিনি কর্ণপাত করছেন না। এমতাবস্থায়ী কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পানি শেষ কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন অপারেটর বদিউজ্জামান। অপরদিকে কৃষকের সুবিধার্থে অপারেটরের গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এর প্রকৌশলী এস এম মিজানুর রহমান।