
পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী লস্কর ইউনিয়ন সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ১০৪, (খুলনা-৬) আসনের সংসদ সদস্য জননেতা মোঃ রশীদুজ্জামান মোড়ল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নদী ও খাল খনন করে মিষ্টি পানির প্রবাহ সৃষ্টি করার মাধ্যমে মাছ ও ধান চাষ বাধ্যতামূলক করতে হবে।অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সুধী সমাবেশে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু সমিরন কুমার সাধু, যুগ্ন সাধারণ সম্পাদক বাবু আনন্দ মোহন বিশ্বাস, লস্কর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব বাবু বিভূতি ভূষণ সানা ও সংসদ সদস্যের ছোট ভাই যুবলীগ নেতা মোঃ ওয়াহেদুজ্জামান মোড়ল।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিস্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব মালী, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস সানা, বিজন বিহারী সরকার, মুরারী মোহন সরকার, এম এম ইদ্রিসুর রহমান মন্টু, শিবু প্রসাদ রায়, যুবলীগ নেতা শহিদুল্লাহ কায়সার, ইউপি সদস্য এস এম মোফাজ্জেল হোসেন, টি এম হাসানুজ্জামান, জি এম তাজ উদ্দীন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, অঞ্জলী রানী ঢালী, মর্জিনা বেগম, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার ও সহ সভাপতি মুক্ত অধিকারী সহ বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশের শুরুতে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে লস্কর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পাইকগাছা উপজেলার সমস্ত গ্রাম পুলিশদের পক্ষ থেকে চাকুরী জাতীয় করণের জন্য স্মারকলিপি প্রদান করা হয়।










