
আগামী ২৫শে ফেব্রুয়ারী রোববার ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের জনপ্রতিনিধি বৃন্দের অংশগ্রহণে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজিত স্থানীয় সরকার দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম (এমপি)। এদিকে এবারের সম্মেলনে খুলনা জেলা থেকে ৪ জন চেয়ারম্যানকে অামন্ত্রণ সিলেক্ট করা হয়েছে। এর মধ্যে পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ায় লস্কর ইউনিয়নবাসী সহ তাহার শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।উল্লেখ্য, চেয়ারম্যান তুহিন ইতিমধ্যে খুলনার দক্ষিণ অঞ্চল সহ বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিবন্ধীদের নানামুখী সেবা প্রদান ও অব্যহতভাবে সেটি চলমান রাখায় বিশিষ্টজনদের কাছ থেকে তিনি মানবিক চেয়ারম্যান খ্যাতিতে ভূষিত হয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৩৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান সহ পানির টাংকি ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছিলেন। এছাড়াও তিনি নিজ অর্থায়নে কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট নামক দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।এ বিষয়ে চেয়ারম্যান তুহিন বলেন, আল্লাহ চাহে তো আমি সারা বাংলাদেশ ব্যাপী প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখি।










