পিরোজপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে সাধারণ সভা মুলতবী ও এডহক কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা ও সভা চলাকালীন জেলা আওয়ামীলীগের সভাপতি একে এম আউয়াল ও স্থানীয় সংসদ সদস্য শ,ম রেজাউল করিম সমর্থকদের মধ্যে উক্ত ঘটনার সূত্রপাত হয়।
অদ্য ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১:২০ সময় পিরোজপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে সাধারণ সভা মুলতবী ও এডহক কমিটি গঠনের লক্ষে আয়োজিত আলোচনা ও সিদ্ধান্ত সভা চলাকালে এডহক কমিটির সদস্য থাকা নিয়ে বর্তমান সভাপতি এ্যাড.মো: আলাউদ্দিন খান (জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল সমর্থক) এবং সাধারণ সম্পাদক এ্যাড. এমডি আউয়াল মিয়া (স্থানীয় সাংসদ শ ম রেজাউল করিম সমর্থক) এর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হলে সাধারণ সম্পাদক এ্যাড. আউয়াল সমর্থকরা সভা বর্জন করে ঘটনাস্থল ত্যাগ করেন।উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী পরিষদের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে বৃহস্পতিবার ৩:৩০ সময় এ্যাড. আউয়াল সমর্থক এ্যাড. সাইদুর রহমান টিটু (৪৫) পিতা: মজিবুর রহমান,গ্রাম:শংকরপাশা, থানা+জেলা পিরোজপুর বাড়িতে ফেরার পথে সদর ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে সভাপতি এ্যাড. আলাউদ্দিনের সমর্থকেরা তাকে মারধর করেন। পায়ে কাটা ও ক্ষতস্থান দেখা গেলেও ধারালো অস্ত্রের আঘাত কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আহতকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আউয়াল এবং তার সমর্থকেরা সভা বর্জন করলেও সভাপতি এ্যাড. আলাউদ্দিন নিজে স্বাক্ষর করে একটি এডহক কমিটি অনুমোদন দেন।