নওগাঁর মান্দায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জমির মালিক কে মারপিট করে জোরপূর্বক জমি দখল অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কশব ইউপির তালপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। মারপিটের জমির মালিক রফিকুল ইসলাম ও তার স্ত্রী দেলোয়ার বেগুম আহত হয়েছেন। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ারা বেগম বাদী হয়ে তালপাতিলা গ্রামের ডা.জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ ও জোসনা বিবির নাম উল্লেখ করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে তমিজ উদ্দীনের নিকট হতে জমি ক্রয় করে অদ্যবধি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন রফিকুল ইসলাম। কিন্তু আদালতে জমির দাগ সংশোধনী মামলার চলমান থাকা অবস্থায় উক্ত জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে বিবাদীগণ। তবে এসব বিষয়ে সত্য নয় বলে জানিয়েছেন বিবাদী জয়নাল আবেদীন। অপরদিকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।