ময়মনসিংহে কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ বাংলাদেশ'র আয়োজনে বুধবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী ও সিবিএমসিবি'র শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, বাদ জোহর সিবিএমসিবি জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।দিনব্যাপী কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সিএইচএফবি'র নির্বাহী সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন তালুকদার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোর্শেদ আলম, পরিচালক ডঃ এম. করিম খান, উপ-পরিচালক ডাঃ খায়রুল ইসলাম, গভর্নিং বডির সদস্য ডাঃ মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।এছাড়াও শিক্ষক, চিকিৎসক, ইন্টার্নী চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, নার্সিং ইনস্টিটিউট ও কলেজেরর ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ'র পাবলিক রিলেশন অফিসার পিনাকী রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।