পিরোজপুর ভান্ডারিয়া উপজেলাধীন, ধাওয়া ইউনিয়নের এক বয়স্ক মহিলা পারিবারিক কলহের জেল ধরে বিষাক্ত ঔষধ খেলে মৃতের ঘটনা ঘটে।
২১ ফেব্রুয়ারি (বুধবার) ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ রাজপাশা গ্রামের মোঃ শাহ আলম তালুকদারের স্ত্রী মোসা: সাহেরা বেগম (৫০) পারিবারিক কলহকে কেন্দ্র করে, ঘরে রাখা ইঁদুর মারার ঔষধ খেলে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে পরিবারের লোকজন বিষক্রিয়ার বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ডাক্তার বলেন অতিরিক্ত বিষক্রিয়ায় হৃদযন্ত্র বন্ধ হয়ে সাহেরা বেগম মারা যায়।ভান্ডারিয়া থানার পুলিশ কর্মকর্তা মৃতের ঘটনাটি নিশ্চিত করে বলেন- পারিবারিক সূত্রে বিষক্রিয়ার কথা বলা হয়েছে, তদন্ত চলছে ডাক্তারি পরীক্ষা শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে।