গাজীপুরের কালীগঞ্জের নরুন এলাকায় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, গতকাল সকালে একটি মৃতদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুর ১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহটির পরিচয় পাওয়া যায়, তার নাম তাওহিদ হাসান তামিম (১৩) সে ভাটিরা গ্রামের প্রবাসী কাউছার এর পুত্র।পারিবারিক সূত্রে জানা যায়, তাওহিদ তার নানীর বাড়ির পাঁশে মাদ্রাসায় পড়ত। গত মঙ্গলবার রাত থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। আরো বলেন, গত মঙ্গলবার তার নানার সাথে আছরের নামাজ শেষ করে তামিম নরুন হিবযুল্লাহ মাদ্রাসা ও এতিম খানায় চলে যায়।রাত থেকে নিখোঁজ হওয়ার আর খুজে পায় নাই। পর দিন সকাল ১১ টায় পার্শ্ববর্তী পারুলিয়া নদীতে একটি একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কালীগঞ্জ থানা উপ পরিদর্শক ফজলুর রহমান মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত্রের জন্য শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি উডি মামলা হয়েছে, লাশ ময়নাতদন্তের এর জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মামলা রেকর্ড করা হবে।