
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বরিশালের হিজলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আ‘লীগ হিজলা উপজেলা শাখা, মহিলা আ‘লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, হিজলা উপজেলা প্রেসক্লাব, এবং বিভিন্ন সংগঠন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের ঢল নামে। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলার নির্বাহী অফিসার জনার সুদিপ্ত কুমার সিংহ, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণ।