
পিরোজপুর কাউখালী উপজেলা সদর ইউনিয়নের,উজিয়ালখান গ্রামের (মিলন বসু) বাড়ী সংলগ্ন খালটি প্রশাসনের সহযোগিতায় দখলমুক্ত ও পানি চলাচলের যোগ্য করার উদ্যোগ গ্রহণ।
অদ্য ২১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২টার সময়,কাউখালী উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধীদের সহযোগিতায় দীর্ঘ বছরের ২ নং ওয়ার্ডের, উজিয়ানখান গ্রামের মিলন বসুর বাড়ী হতে- কচুয়াকাঠি বালিকা বিদ্যালয় ব্রীজ সংলগ্ন খালের সাথে,পানি নিষ্কাশনের (ছোট) খালটি দখলমুক্ত ও পানি চলাচলের উদ্যোগ গ্রহণ করেন। উক্ত রেকর্ডিয় খালটি পলিমাটিসহ বনজঙ্গল ও ময়লা-আবর্জনায় বাঁধা গ্রস্হের কারণে, আশেপাশে থাকা আবাসিক জনসাধারণের পানি নিষ্কাশনে সমস্যা হয়, সেই সাথে বর্ষা মৌসুমে দুর্গন্ধ ছড়ায়, যাতে মশা মাছি এবং বিভিন্ন রোগের আশঙ্কা রয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে রেকর্ডকৃত খালের নির্দিষ্ট মাপ অনুসারে, পুনঃখননের ব্যবস্থা গ্রহণকল্পে ভূমি সার্ভেয়ার ও আমিন পরিমাপ করে, লাল কাপড়যুক্ত লাঠি দিয়ে খালের নির্দিষ্ট জায়গা পরিমাপ করেন। এ সময়
উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, উপজেলা কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান, ৩নং সদর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
উপকারভুগী খালের পাশে থাকা জনসাধারণ বলেন – খালটি পুনঃ খনন হলে পানি নিষ্কাশনে সহজতর হবে সেই সাথে দুর্গন্ধ মশা মাছি এবং রোগ মুক্তি পাবে।
উপজেলা প্রশাসন বলেন- দীর্ঘদিন খালটি বদ্ধ হয়ে আছে,আমাদের নজরে আসলে জনসাধারণের উপকার্থে খালটি পূণ: খননের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










