
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উলিপুর উপজেলার গড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে সকাল আট টায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন , জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।পরে ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারী একটি র্যালি প্রর্দশন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা আব্দুল জলিল, অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দ্বায়িতে ছিলেন অত্র উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিনয় চন্দ্র বর্মন ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল হক খন্দকার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতা মাধ্যমে পুরুষ্কার বিতরণ করা হয়।










