

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাসের ধাক্কায় তানবীর আজিজ (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন ও তার পিছনে মোটরসাইকেলে বসে থাকা সোহেল রানা আহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলমডাঙ্গার বন্ডবিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তানবীর আজিজ চুয়াডাঙ্গা পৌরএলাকার টার্মিনাল পাড়ার বাসিন্দা। তিনি
আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী পদে কর্মরত ছিলেন। স্থানীয়দের সূত্রে জানা যায় , প্রতিদিনের মত তানবীর তার মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় ভূমি অফিসে যাচ্ছিলেন পথিমধ্যে একটি দ্রুত গতির কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার মোটরসাইকেল বাসের নিচে পড়ে প্রায় ২০০ ফুট দূরে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজে পাঠান। সেখান থেকে ঢাকায় পাঠালে পথে তানবীরের মৃত্যু হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া জানান, মঙ্গলবার সকালে তানভির আজিজ ও সোহেল রানা মিলে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি অফিসে যাচ্ছিল। পথিমধ্য আলমডাঙ্গা বন্ডবিল গেট নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংষর্ঘ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নেয়। এর মধ্য তানভির আজিজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সকালে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, লাশ ঢাকাতে রয়েছে। চুয়াডাঙ্গায় লাশ ফেরত আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










