
পিরোজপুর কাউখালী উপজেলায় স্থানীয় চাহিদার ভিত্তিতে ৫টি সমবায় সমিতির ২৫ জন সদস্যের সমন্বয়ে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়েছে।
২০ ফেব্রুয়ারি(মঙ্গলবার)সকাল ১০ টা থেকে উপজেলা সভাকক্ষে দিনব্যাপী, ৫টি সমবায় সমিতির ২৫ জন সদস্যের সমন্বয়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। যাতে করে উদ্যোক্তা তৈরি এবং বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান তৈরি করা যায়।
প্রশিক্ষণটি সমবায় অধিদপ্তরের অর্থায়নে, পিরোজপুর জেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় এবং কাউখালী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ কামরুজ্জামান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা,
কোর্স পরিচালক বিনা পানি হালদার,এছাড়াও উপজেলা সমবায় অফিসার মোঃ হাসান রকি।










