মেহেরপুর সদর উপজেলা আমঝুপী মানব উন্নয়ন কেন্দ্র (মউক)এ-র সামনে সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া আসামির রিমান্ড।
মেহেরপুরে সদর উপজেলা আমঝুপী মানব উন্নয়ন কেন্দ্র (মউক)এ-র সামনে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া লায়েছ ও আকাশের রিমাণ্ড দিয়েছেন আদালত।সাংবাদিক রাশেদুজ্জামানের দায়ের করা মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আজ রিমাণ্ড মঞ্জুর করেন।জানা গেছে, তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন আদালত। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ-র সামনে সড়ক দুর্ঘটনার ঘটনার নিউজ কাভারেজ দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান এবং তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন জবাবদিহি পত্রিকার সাংবাদিক সিরাজুদ্দোজা পাভেল। এঘটনায় জেলা জুড়েই চলছে প্রতিবাদের ঝড়। সাংবাদিকদের বিভিন্ন প্রতিবাদী কর্মসুচীর সাথে একাত্ম প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক সাজা দাবি করে আসছেন।