
বিতর্ক মানেই যুক্তি,বিজ্ঞানে মুক্তি “এই শ্লোগান কে ধারন করে “সমকাল সুহৃদ সমাবেশ” আয়োজিত ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব,জেলা পর্যায়ে নওগাঁ ড্যাফোডিল স্কুল অডিটোরিয়ামে নওগাঁ জেলার আটটি স্কুলের বিতার্কিক টিম অংশগ্রহণ করেন৷ বিতর্ক উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান রুবেল বিপিএম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: গোলাম মওলা। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন রোটারিয়ান চন্দন দেব। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৩ আসনের সম্মানিত সাংসদ জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পরিষদ নওগাঁর সম্মানিত সভাপতি এ্যাড.ডি.এম আব্দুল বারী, ড্যাফোডিল স্কুলের প্রতিষ্ঠাতা মাহাবুব রহমান ছানা। সমাপনী বিতর্ক প্রতিযোগিতায় ৩ টি রাউন্ডে মডারেটর হিসেবে ছিলেন মো: মুরাদ হোসেন, পুতুল রানী ব্যানার্জী, প্রফেসর শরিফুল ইসলাম খান৷ উক্ত বিজ্ঞান বিতর্ক উৎসবে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ নওগাঁর বিতার্কিক দল। উক্ত আয়োজনে সঞ্চালনায় ছিলেন জনাব বাহাদুর রায়হান সহ সমকাল সুহৃদ সমাবেশ, জেলা কমিটির সদস্য বৃন্দ।










