
পিরোজপুরের ইন্দুরকানীতে শার্ট কিনে না দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মোঃ তুহিন শিকদার (১৪) স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
গত১৭ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন একই এলাকার ফল ব্যবসায়ী আব্বাস শিকদারের ছেলে। সে উপজেলার রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ বিষয়ে তুহিনের বাবা আব্বাস শিকদার বলেন, দুপুরে তুহিন শার্ট কেনার জন্য টাকা চেয়েছিল। তখন কয়েকদিন পরে ঢাকা থেকে ভালো শার্ট কিনে দেওয়ার জন্য বলেছিলাম। পরে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খায় সে। তখন তুহিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, স্কুলছাত্রের আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।










