ইউআইটিএসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
Spread the love

মোঃ হানিফ বিন রফিক প্রতিনিধি:আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূলবক্তা হিসেবে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ ট্রান্সপোর্টেশন বিশেষজ্ঞ এবং পুরকৌশল সেক্টরে বত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মি. নাদিমপাল্লি গোপালা কৃষ্ণাম রাজু।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, প্রকৌশল অনুষদের ডিন ড. মোঃ আশরাফুল ইসলাম।এসময় ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আয়শা আক্তার, সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ সুমন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারি অধ্যাপক মো. হাসান ইমাম, সহকারি অধ্যাপক মাকসুদা হক, সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক দীপা সরকার, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক আব্দুল ওয়াহাব সবুজ, প্রভাষক রিজভান আহমেদ রাফসান, প্রভাষক আফরাদ ইবনে হারুন, প্রভাষক নাফিসা আনজুম রিমি, প্রভাষক হোসনেয়ারা বেগম সহ ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকতারা উপস্থিত ছিলেন।সেমিনারের মূল বক্তা মি. নাদিম পাল্লি গোপালা কৃষ্ণাম রাজু ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরকে এলিভেটেড কোরিডরের প্লানিং, ডিজাইন, সোশিও ইকোনমিক ইমপেক্ট, এনভায়রনমেন্টাল ইমপেক্ট, ইকোনমিক রিটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদান করেন।ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।সেমিনারের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজন শিক্ষার্থী বলেন, আমাদের এই সিভিল ইন্জিনিয়ারিং বিভাগ অনেক বেশি গুরুত্বপূর্ণ । আজকের এই সুন্দর ও গুরুত্বপূর্ণ সেমিনারের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি এজন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবকে অসংখ্য ধন্যবাদ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31