
নওগাঁর মহাদেবপুরে মহিষবাথান বামনদহ বিলটি জোরপূর্বক নয় বরং স্থানীয় মৎস্যজীবীদের সমন্বয়ে উন্মুক্ত জলাশয় হিসেবেই ব্যবহার করে আসছে স্থানীয় চার মাছ চাষী।
এমন দাবীতে দুপুরে মানববন্ধন করেছেন মহিষবাথান গ্রামের কয়েকশ মৎস্যজীবী। মানববন্ধনে মৎস্যজীবীরা বলেন বাবলু শেখ, আব্দুস সালাম টিক্কা, নিতাই কুন্ডু ও ফজলু নামের চারজন ব্যক্তিকে বামনদহ বিলে মাছ চাষের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ওই বিলে মাছ চাষ করে যে লাভ হয় এর একটি অংশ স্থানীয় শতাধিক মৎস্যজীবী, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহযোগীতা করা হয়। কিন্তু একটি মহল মহিষবাথান বামনদহ বিল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে স্থানীয় মৎস্যজীবী ও গ্রামবাসীরা বিলটি ব্যবহার করে আসছেন।মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সিরাতুন নবী, সৃষ্টি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ছাদেকুল ইসলাম সুইট, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান, রফিজ উদ্দীন মন্ডল, সৌরাফ আলী, দুলাল হোসেনসহ প্রায় দুই শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।










