
গাজীপুরের কালীগঞ্জে যুবলীগের সভাপতি দলবলসহ প্রবাসী শহীদুল্লাহ ওঝার জমি জবর দখল করার অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটে গ্রামে প্রায় ১১ মাস আগে গরু জবাই করে যুবলীগের নেতাকর্মীদের বাড়িতে এনে শহীদুল্লার ওঝার বাড়ি ঘেড়াও করে জমিটি দখল করেছে।
থানা যুবলীগের সভাপতির বড় ভাই মন্ত্রনালয়ের আমলা থাকার কারনে শহীদুল্লার ওঝা নামজারি বাতিল করা হয়েছে।বড় ভাই সচিব এর তদবিরে নামজারি ও জমাভাগ বাতিল হলে বর্তমানে নামজারি বহালে আপিল চলমান রয়েছে। জমি দখলের পর বিজ্ঞ আদালতে ১৪৪ ও মামলা দায়ের করা হলে পুলিশ এসে বন্ধ করলেও প্রভাবের কারনে ৭ মাসের মধ্যে বাড়ি র্নিমান সম্পন্ন করে। শহিদুল্লা ওঝার সারা জীবনে আয়করা প্রবাসী অর্থ হারাতে বসেছে বলে কান্নায় ভেঙ্গে পরেন।প্রতিবেশী সোহরাব, ইব্রাহীম ও আজিজ বলেন এ জমি মুলত ওঝাদেরই। জোর আর প্রভাব খাটিয়ে এ দখল করেছে।অভিযুক্ত থানা যুবলীগের সভাপতি এসএম আলমগীর বলেন, জমিটি আমার পৈত্রিক সূত্রে পেয়েছি। পরে নামজারি জমাভাগ করে বাড়ি র্নিমান করেছি। এখানে কোন মাটি ভরাট করা হয়নি।শহীদুল্লাহ প্রশাসনের নিকট উপযুক্ত বিচারের দাবি জানিয়ে তার জমি ফেরত দিতে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।










