
ঝালকাঠির নলছিটিতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে বহিস্কার ও অসুদপায় অবলম্বন করার জন্য দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রবিবার(১৮ফেব্রæয়ারী) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বিজি ইউনিয়ন একাডেমী পরীক্ষা কেন্দ্রে এ অব্যাহতি ও বহিস্কার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম।পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিজি ইউনিয়ন একাডেমী পরীক্ষা কেন্দ্রে অনিয়ম ও নকলের মহোৎসব চলছে সেই মর্মে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এসময় বহিস্কার হওয়া পরীক্ষার্থীদের অসুদপায় ও দায়িত্বরত শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমান পান। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন সরমহল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ বাড়ই এবং বিজি ইউনিয়ন একাডেমীর শিক্ষক সম্ভু লাল চক্রবর্তী । কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক ফারুক হোসেন জানান, আজকের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার জন্য দুই শিক্ষক দায়ি










