
কাউখালী পিরোজপুর উপজেলায় “তথ্য আপা” এর উদ্যোগে ৫০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা ও সাবলম্বী হতে “লাল সবুজের ডট কম” প্রকল্পের প্রশিক্ষণ সেবা ও প্রাথমিক ধারণা প্রদান করা হয়।
১৮ ফেব্রুয়ারি(রবিবার) সকাল ১০ ঘটিকার সময় কাউখালী উপজেলা সভাকক্ষে, উপজেলার সকল ইউনিয়নের আগ্রহী উদ্যোক্তাদের নিয়ে একটি কর্মশালার মাধ্যমে ৫০ জন নারীকে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।যাতে করে সকল উদ্যোক্তা নিজস্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণের দ্বারা একজন স্বাবলম্বী নারী হয়ে পরিবারের অভাব এবং সহায়তা করতে পারেন। এছাড়াও তথ্যআপা বলেন– বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন হলো “তথ্য আপা”।প্রকল্পটি ২০২৩/২৪ সালের অর্থবছরের গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যার সমাধানে বিভিন্ন সেবা, পরামর্শ,আইনি সহায়তা, নারীদের পরীক্ষা এবং গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য www.laalsobuj.com মার্কেটপ্লেস পরিচালনার মাধ্যমে পরামর্শ ও প্রশিক্ষিত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হতে পারবে।অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন, মোঃ মাসুম-ট্রেইনার লাল সবুজ ডট কম কেন্দ্রীয় কমিটি। এছাড়াও উপস্থিত ছিলেন রুবাইয়াত জাহান (তামান্না) তথ্য সেবা কর্মকর্তা কাউখালী, সাবিনা ইয়াসমিন- সহকারী কর্মকর্তা সহ ৫০ জন বিভিন্ন ইউনিয়নের উদ্যোগতা সদস্যবৃন্দ।










