
কুষ্টিয়ার কবি শাহিদা পারভীন রেখার কাব্যগ্রন্থ ‘অনুভূতির আর্তনাদ’ আলোড়ন সৃষ্টি করেছে এবারের একুশে বই মেলায়।
মীর রোকনুজ্জামানঃ
বর্তমান প্রজন্ম যখন সঠিক দিক নির্দেশনার অভাবে বই পুস্তক পড়াশুনা বাদ দিয়ে মোবাইল বা বিভিন্ন রকম ডিভাইসে আসক্তি হচ্ছে ঠিক সে সময় কিছু কবি ও লেখক চেষ্টা করে যাচ্ছেন লেখনির মাধ্যমে আনন্দ দিয়ে সেই সমস্ত প্রজন্মকে আবারো বই পড়ার প্রতি আকৃষ্ট করানোর। ঠিক তাদের মধ্যেই একজন হচ্ছেন বর্তমান সময়ের কবি শাহিদা পারভিন রেখা। তার লেখা কাব্যগ্রন্থ ‘অনুভূতির আর্তনাদ’ পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলার ৩৮৮ নং স্টলে। নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের প্রকাশনায় সম্রাজ্ঞী প্রকাশনীর পরিবেশনায় বইটির প্রচ্ছদ করেছেন, মোঃ সাদিতউজ্জামান। এই কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে চাইলে কবি শাহিদা পারভিন রেখা বলেন, ‘অনুভূতির আর্তনাদ’ কাব্যগ্রন্থে তিনি তার লেখা ৬৬ টি কবিতা সন্নিবেশিত করেছেন। তিনি জানান, তার কবিতায় প্রাধান্য পেয়েছে, মানুষের সুখ দুঃখের অনুভূতি এছাড়াও প্রকৃতি, মাটি, পানি, আকাশ, বাতাস নিয়ে লিখেছেন। তিনি আরো বলেন, এই কাব্যগ্রন্থের শেষাংশে আমি মানুষের বিরহ বেদনার কথা উল্লেখ করে কিছু গদ্য কবিতা লিখেছি যা পাঠকের হ্নদয়কে শুশিতল করে তুলবে বলে প্রত্যাশা তার।
ভিউ: ৫২০










