
চট্টগ্রাম কক্সবাজার রোড় যেনো এক মরণ ফাঁদ এ পরিনত হয়েছে প্রতিনিয়ত ঘঠছে দূর্ঘটনা
এবং প্রাণহানীর মত ঘটনা আজ সকাল ৭:৫০ মিনিটের সময় একটি তৈল বোঝাই ট্রাক এর সাথে বিপরীতমুখী একটি অভিজাত মিষ্টি বহন কারি গাড়ির সামনা সামনি ধাক্কা লাগে এতে সিজল অভিজাত মিষ্টি বিপণন একটি গাড়ির সাথে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি তেলবাহী গাড়ির সাথে সামনাসামনি ধাক্কা লাগে, এতে গুরুতর দুজন আহত হয়, পরে চুনতি এবং চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি টিম,ও চিরিঙ্গা হাইওয়ে পুলিশ
যৌথভাবে ৩০ মিনিট চেষ্টা করে গাড়ির ভিতরে আটকে থাকা দুজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চকরিয়া সরকারি হাসপাতলে প্রেরণ করে, সড়ক দুর্ঘটনার স্থান হলো উত্তর হারবাং, ৯ নং ওয়ার্ড় এর আজিজ নগর মেইন রোড এ নুরেশার টেক নামক স্থান এ, এই দুর্ঘটনায় দুজন আহত। এতে মিষ্টি বহন করা গাড়িতে থাকা দুজন মুমূর্ষ অবস্থায় প্রায় ১ ঘন্টা আটকে থাকার পর তাদের জীবিত উদ্ধার করে তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছেন।
আহতরা হলেন
১/জুবাইর (১৮)
পিতা -সৈয়দ গ্রাম : উত্তর হাসিমপুরম পূর্ব সৈয়াদাবাদ
থানা: চন্দনাইশ
জেলা: চট্টগ্রাম
২/ মোঃ সাইফুল (২৫)
পিতা:আবদার খাঁন গ্রাম নারায়ণপুর
থানা: নবীনগর
জেলা : কুমিল্লা










