নিখোঁজের তিনদিন পরেও সংবাদ মেলেনি পরিবারের কাছে ।
তানিয়া সুলতানা স্বপ্না (৩২) নামের একটি মেয়ে নিখোঁজ।
তানিয়া সুলতানা (স্বপ্না) নামের একটি মেয়ে নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক বয়সঃ ৩২ বছর।মেয়েটির গায়ের রং ফর্সা, হালকা- মোটা স্বাস্থ্য, মুখমন্ডল: গোলাকার,চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৫.৬ফুট। তানিয়া সুলতানা স্বপ্নার পিতার নাম:মৃত রহমত আলী সানা। ঠিকানাঃ সাং: শংকরপুর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা। গত তিন দিন আগে সাংসারিক মনোমালিন্যের কারণে সন্ধ্যা আটটা থেকে কলারোয়া থানার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রাম (স্বামীর বাসা) থেকে নিখোঁজ হয়েছে। সে বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পায়নি।এ বিষয়ে থানায় একটা জিডি করা হয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান, তাহলে নিম্নে মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। -যোগাযোগ নম্বরঃ
০১৭৫৮-৬২৯৫১৯ = শাহিন (ভাই)
০১৭১৩৩৭৪১৪২= (কলারোয়া থানা)
০১৩২৬-৪৬৪৪০১ =তৌফিক (ভাই)