চট্টগ্রামে বন্দরনগরীর জনবহুল গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা নিউমার্কেট রেয়াজদ্দীন বাজার আমতল কোতোয়ালি জিপিও তৎসংলগ্ন এলাকার গতকাল কয়েকদিন আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ফুটপাত থেকে হকার্স উচ্ছেদের প্রতিবাদে এবং ফুটপাত হকার্স সমিতি সভাপতি নুরুল আলম লেদুসহ সিটি কর্পোরেশন কর্তৃক ১২০০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার তাদের পুনঃরায় ফুটপাথে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবিতে আজ বিকাল পাচঁটায় চট্টগ্রাম নিউমার্কেট রেয়াজদ্দীন বাজার এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল চট্টগ্রাম ফুটপাথ হকার্স সমিতির ব্যাপারে এবং হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদুর নেতৃত্বে নিউমার্কেট এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর পুলিশি কড়া পাহারায় নিউমার্কেট গোল চত্বরে সংক্ষিত প্রতিবাদ সভা করে শেষ করেন। সভায় নুরুল আলম লেদু বলেন সামনে রমজান মাস আমাদের প্রায় বিশহাজার হকার্সদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হঠাৎ সিটি কর্পোরেশনের হটকারিতা মূলক সিদ্ধান্ত আমরা মানিনা আমাদের হয় গত মেয়েরের আমলের মতো শান্তিতে ব্যবসার সুযোগ দিতে হবে নাহয় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে।তারা এসময় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
পরে বিপুল আইনশৃঙ্খলা উপস্থিতে আজকের সভা সংক্ষিপ্ত করে আগামীকাল বিকাল চারটায় আবার নিউমার্কেট এলাকায় প্রতিবাদী সমাবেশ মিছিল কর্মসূচি ঘোষণা করেন নুরুল আলম লেদু।