গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং হিন্দু পাড়া মহল্লায় ছাত্র-ছাত্রীদের ব্যবস্থাপনায় আজ সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
এদিন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন এবং হিন্দুদের বিদ্যা দেবী সরস্বতী পূজা একদিনই উদযাপিত হয়েছে। পূজা উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে দেখা গেছে, সরস্বতী দেবীর মূর্তি তৈরি করে, সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে। প্রত্যেকটি মন্ডপেই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে,এবং খিচুড়ি জাতীয় প্রসাদ তৈরি করে বিতরণ করা হচ্ছে।
কয়েকজন ছাত্র-ছাত্রী উদ্যোক্তার মধ্যে আলোচনা করে জানা যায়, তারা বিদ্যা দেবীর মাধ্যমে জ্ঞান অর্জন করতে চায় এবং দেশ ও দশের সেবা করতে চায় । হিন্দু ধর্মীয় ছাত্রছাত্রীদের মধ্যে এই বিশ্বাস যে, তারা সরস্বতী পূজা করলে জ্ঞানে ধনে পূর্ণবান হবে। তাই তারা এই পুজা করে থাকে।