গাজীপুরের কালিয়াকৈরের দেওয়াইর বাজারে অবস্থিত কেশা পাগলার আশ্রমে মাসব্যাপী আয়োজিত মেলায় প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা। মাসব্যাপী এ মেলাকে কেন্দ্র করে প্রতিদিন বিক্রি হচ্ছে অন্তত ২ থেকে ৩ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদক। প্রকাশ্যে বিক্রি ও সেবন হচ্ছে গাজা, হেরোইন, ইয়াবার মতো প্রাণঘাতি মাদক।
মেলায় মাদকের সহজলভ্যতা থাকায় ওই মেলায় স্কুল কলেজের শিক্ষার্থী, উঠতি বয়সের যুবক ও বৃদ্ধরাও মাদক সেবন করতে যাচ্ছে। এদিকে মাদকের এমন চাহিদা থাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীরাসহ আশেপাশের এলাকা থেকে এসে মাদক ব্যবসায়ীরা সরব হয়ে উঠেছে। স্থানীয়রাসহ বিভিন্ন এলাকার মাদক ব্যসায়ীরা এখানে এসে অবাদে মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে।
তবে মেলায় মাদকের এমন রমরমা বাণিজ্যের ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনারা ওখানে গিয়েছেন কেন। ওটা খুব খারাপ জায়গা।
সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, গত ১৫ জানুয়ারি থেকে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের সন্নিকটে অবস্থিত কেশব পাগলার মাসব্যাপী মেলাটি শুরু হয়। মেলাকে কেন্দ্র করে সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে। মেলায় বসেছে হরেক রকমের দোকান। তবে মেলা শুরুর দিন থেকেই প্রকাশ্যে চলছে মাদকের বেচা—কেনা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। জানা গেছে স্থানীয় জন প্রতিনিধি ও নেতাদের ম্যানেজ করেই বিক্রি হয় মাদক।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, মেলায় মাদকের বেচা—কেনা সম্পর্কে জানা ছিল না। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।