মাহিদুল ইসলাম ফরহাদ : ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় এনে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এর গোয়েন্দ দল ছায়া তদন্ত শুরু সহ তার উপর নজরদারি করতে থাকে।
এক পর্যায়ে সে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসতেছে মর্মে এমন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি চৌকস আভিজানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা টোল প্লাজার সামনে পূর্ব পরিকল্পনা মোতাবেক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় অভিনব কায়দায় গাঁজা বহন করে অন্যত্র যাওয়ার প্রাক্কালে আভিযানিক দলের নিকট উক্ত আসামি হাতেনাতে আটক হয়। ১১ ফেব্রæয়ারি ২০২৪ ইং তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক বহনের সময় আসামী ১। মোঃ জুয়েল (২৫), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-মোছাঃ রুবিআরা বেগম, সাং-বিশ্বনাথপুর (বাখের আলী), ইউপি-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।